বিএনএ, ঢাকা: রাজধানীর উত্তরখান এলাকায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৯ জুলাই) দুপুর ১২টার পর থেকে এ অভিযান শুরু করেন। এখনো অভিযান চলছে।
দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর উত্তরখান এলাকায় অনুমোদনবিহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, সনদবিহীন ভুয়া চিকিৎসক ও স্বাস্থ্যসেবাবিষয়ক বিভিন্ন অনিয়ম সংক্রান্তে র্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, র্যাবের ম্যাজিস্ট্রেট ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে রয়েছেন। অভিযান শেষে আমরা বিস্তারিত জানাতে পারবো।
বিএনএ/ আজিজুল, ওজি