17 C
আবহাওয়া
৭:০৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৬

ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৬

বিমান

বিশ্ব ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি বিমানবন্দরের কাছে প্রাইভেট জেট বিধ্বস্ত হয়েছে। একটি মাঠে বিধ্বস্তের পর বিমানটিতে আগুন ধরে যায় এবং সম্পূর্ণ পুড়ে যায়। এই ঘটনায় বিমানে থাকা ৬ জনই নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় ও ফেডারেল কর্তৃপক্ষ।

উড়োজাহাজটি লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে এসেছিল। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর- এএফপি ও দ্য গার্ডিয়ান

রিভারসাইড কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, আগুন নেভাতে দমকলকর্মীদের এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। প্রায় এক একর এলাকার গাছপালাসহ প্লেনটি আগুনে পুড়ে গেছে।

এর আগে গত মঙ্গলবার (৪ জুলাই) মুরিয়েটায় উড্ডয়নের পরপরই পার্কিং লটে বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছিলেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ