27 C
আবহাওয়া
১১:২৭ অপরাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে বসতঘর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ১

কক্সবাজারে বসতঘর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ১

কক্সবাজারে বসতঘর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ১

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় ১টি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলিসহ মো. সেলিম নেওয়াজ (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

এরআগে শুক্রবার (৮ জুলাই) রাত পৌনে ১২টায় চকরিয়া পৌরসভার শমশের পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম নেওয়াজ চকরিয়ার ফিরোজ কলোনির মৃত কবির আহম্মদের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ‘শমশের পাড়ার সেলিম নেওয়াজের ঘরে মাদক কেনা-বেচার খবর পেয়ে শুক্রবার রাত পৌনে ১২টায় অভিযানে যায় র‌্যাব। এসময় সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘরের আনলার নিচ থেকে ১টি ওয়ানশুটার গান, ৩টি কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই অস্ত্র মাদক ব্যবসায়ীদের ভয় দেখানো বা ফাঁসানোর কাজে ব্যবহার করতো বলে জানায়। তার বিরুদ্ধে ফেনী সদর থানা ও চকরিয়া থানায় ২টি মামলা রয়েছে। গ্রেপ্তার সেলিম নেওয়াজকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ