24 C
আবহাওয়া
৩:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কোরবানীর বর্জ্য অপসারণ শুরু দুপুর ২টায়: তাপস

কোরবানীর বর্জ্য অপসারণ শুরু দুপুর ২টায়: তাপস

কোরবানীর বর্জ্য অপসারণ শুরু দুপুর ২টায়: তাপস

বিএনএ ডেস্ক: ঈদের দিন কোরবানির বর্জ্য দুপুর ২টা থেকে অপসারণের কাজ শুরু হবে। এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

শনিবার (৯ জুলাই) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাতের সবশেষ প্রস্তুতি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

মেয়র তাপস জানান, দক্ষিণ সিটি এলাকার পশুর হাটের বর্জ্য আজ (শনিবার) মধ্যরাত থেকেই অপসারণের কাজ শুরু হবে। এ ক্ষেত্রে হাটের ইজারাদারদের সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।

তাপস বলেন, নগরবাসীর দুর্ভোগ লাঘবে যত দ্রুত সম্ভব কোরবানীর বর্জ্য অপসারণ করা হবে। কোরবানীর বর্জ্য নির্দ্রিষ্ট স্থানে রাখার পাশাপাশি পশু জবাইয়ের স্থান ও রক্ত ভালভাবে ধুয়ে ফেলার আহ্বান জানান তিনি। ঈদের দ্বিতীয় দিনের মধ্যে সবাইকে কোরবানি সম্পন্ন করার অনুরোধ জানান মেয়র তাপস।

এছাড়া জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পর্কে মেয়র বলেন, জাতীয় ঈদগাহে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবণা কম। বৃষ্টি হলে ঈদের প্রধান জামায়াত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করার আহ্বান জানান মেয়র তাপস।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ