24 C
আবহাওয়া
২:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ তিনজন নিহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ তিনজন নিহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ তিনজন নিহত

বিএনএ, কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় সাংবাদিকসহ তিনজন নিহত হয়েছেন। সদ্য সন্তান জন্ম দেওয়া স্ত্রীকে হাসপাতাল থেকে আনতে স্থানীয় ইলিয়টগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন রাসেল মিয়া (২৮) নামের ওই সাংবাদিক।

শনিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে  উপজেলার বেকিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তুফা কামাল বিষয়টি নিশ্চিত করেন।

দুর্ঘটনায় নিহত অন্য দুজন হলেন শরীফ সরকার (৩০) ও তাঁর ছোট ভাই তাফসির সরকার (১৮)। শরীফ পেশায় মৎস্য ব্যবসায়ী। নিহত তিনজনেরই বাড়ি উপজেলার বেকিনগর গ্রামে। রাসেল মিয়া কুমিল্লার স্থানীয় দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি ছিলেন।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তুফা কামাল বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীগামী আল বারাকা এক্সপ্রেস নামের একটি বাস দাউদকান্দির জিঙ্গাতলী এলাকায় একটি মোটরসাইকেল অতিক্রম করার সময় চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন মোটরসাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করে দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে আসে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ