19 C
আবহাওয়া
৫:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে বাস-সিএনজি টেক্সীর সংঘর্ষে পিতা-পুত্রের মৃত্যু

ময়মনসিংহে বাস-সিএনজি টেক্সীর সংঘর্ষে পিতা-পুত্রের মৃত্যু


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছায় বাস সিএনজি সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (৯ জুলাই) সকাল ১১ টার দিকে ময়মনসিংহ জামালপুরের সড়কের তেঘরিয়া খান টিম্বার এন্ড স-মিলের সামনে এই দুর্ঘটনাঘটে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার গুদাশিমলা এলাকার আলাল উদ্দিনের ছেলে সোহেল মিয়া ও তার দেড় বছরের শিশু সন্তান মোহাম্মদ আলী।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী সিএনজি টেক্সী মুক্তাগাছার তেঘরিয়া খান টিম্বার এন্ড স-মিলের সামনে যেতেই জামালপুর থেকে ছেড়ে আসা রংধনু এক্সপ্রেস নামক বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজিটি দুমরে মুচরে ৬ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে সোহেল মিয়া ও তার শিশু সন্তান মোহাম্মদ আলীর মৃত্যু হয়।

ওসি মাহমুদুল হাসান বলেন, অপর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও সিএনজি জব্দ করা হয়েছে। বাস চালক পালিয়ে গেছে।

এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনলাইনে ৩টি ভূমি সেবা বন্ধ থাকবে ৬দিন রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তা বৃদ্ধির অনুরোধ রাষ্ট্রদূতের এক্সরের সময় শিক্ষার্থীর কোমরে মিলল চাকু-হাতুড়ি, পুলিশ ছেড়ে দিল বিএনপির নিকট গণতন্ত্র, বাক, ব্যক্তির স্বাধীনতা নিরাপদ-তারেক রহমান যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডগুলোকে প্রতি জানুয়ারিতে অর্ডারের মূল্যবৃদ্ধির আহ্বান ড. ইউনূসের মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের জাতীয় ইতিহাস রচিত হতে পারে না---ধর্ম উপদেষ্টা গণমাধ্যম অফিসে ভাঙচুর সহ্য করা হবে না: নাহিদ ইসলাম জালের পরিবর্তে সমুদ্রে ট্রলারে মাছ ধরা বাড়াতে হবে-ফরিদা আখতার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু চিন্ময় ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে চেরাগীতে বিক্ষোভ