19 C
আবহাওয়া
৩:৪৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে আরও ৩১ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ৩১ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এসময় করোনায় কারও মৃত্যু হয়নি।

শনিবার (৯ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়,  চট্টগ্রামে ৭টি ল্যাবে ২৭৬টি নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।  শনাক্তের হার ১১ দশমিক ৩১ শতাংশ। এর মধ্যে ২৬ জন নগরের বাসিন্দা। বাকিদের মধ্যে সাতকানিয়ায় ১, বাঁশখালীতে ১, রাউজানে ২ ও মিরসরাইয়ে ১ জন আক্রান্ত হয়েছেন।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৬৯৫ জন। এর মধ্যে নগরে ৯৩ হাজার ২৮ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৬৬৭ জন।  করোনায় মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৫ জনের মধ্যে ৭৩৫ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ