29 C
আবহাওয়া
৮:০৫ অপরাহ্ণ - মে ২৪, ২০২৫
Bnanews24.com
Home » চসিকের অভিযানে ১৩ পথচারিকে জরিমানা

চসিকের অভিযানে ১৩ পথচারিকে জরিমানা

চসিকের অভিযানে ১৩ পথচারিকে জরিমানা

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত নগরের ৯টি পয়েন্টে অভিযান চালিয়ে ১৩ জন পথচারিকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে। কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করার দায়ে এই জরিমানা করা হয়।

শুক্রবার (৯ জুলাই) নগরের কে.সি.দে রোড, লালদিঘী পাড়, জেল রোড, বান্ডেল রোড, ব্রিকফিল্ড রোড, পাথরঘাটা, কবি নজরুল ইসলাম রোড ও আলকরণ এলাকায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিষ্ট্রট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা। ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তা করে চট্টগ্রাম মেট্রােপলিটন পুলিশ (সিএমপি)।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, লকডাউনে অপ্রয়োজনে ঘোরাঘুরি ও মাস্ক পরিধান না করায় ১৩টি মামলায় ১৩ ব্যক্তিকে ১ হাজার ৬ শত টাকা জরিমানা করেছি। লকডাউন চলাকালীন প্রতিদিন চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলামান থাকবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ