16 C
আবহাওয়া
১১:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন


বিএনএ, ঢাকা( আদালত প্রতিবেদক): জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

রোববার (৯ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী মারা গেছেন। তার মৃত্যুতে সভাপতির শূন্য পদে সিনিয়র আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আইনজীবীদের ঐক্যবদ্ধ করতে ৯০ দশকের গোড়ার দিকে বিচারপতি টি এইচ খানের নেতৃত্বে বিএনপি সমর্থক সংগঠন হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যাত্রা শুরু হয়। মরহুম বিচারপতি টি এইচ খান প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর পেশাজীবী এ সংগঠনে বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছিলেন মরহুম খন্দকার মাহবুব উদ্দীন আহমদ, মরহুম ব্যারিস্টার নাজমুল হুদা, মরহুম ব্যারিস্টার আমিনুল হকসহ অন্যরা।

বিএনএ নিউজ/ এসবি,ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ