21 C
আবহাওয়া
৮:২৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ফেনীতে চাঁদা আদায়ের সময় ৮ চাঁদাবাজ গ্রেপ্তার

ফেনীতে চাঁদা আদায়ের সময় ৮ চাঁদাবাজ গ্রেপ্তার

ফেনীতে চাঁদা আদায়ের সময় ৮ চাঁদাবাজ গ্রেপ্তার

বিএনএ, ফেনী: ফেনীর সোনাগাজী এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন ট্রাক, মিনি ট্রাক ও সিএনজি থেকে অবৈধভাবে মূলহোতাসহ ৮ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শনিবার (৮ জুন) সোয়া চারটায় ফেনী জেলার সোনাগাজী থানার ডাক বাংলো কলেজ রোড এবং জিরো পয়েন্ট সাকিনস্থ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ১। মো. জসিম উদ্দিন (৩০), পিতা-মৃত আব্দুর রহমান, ২। একেএম মাইনুল হক চৌধুরী মাঈনুদ্দীন (৩৭), ৩। এ কে এম মোফাজ্জল হক চৌধুরী (৪৮), উভয় পিতা-মৃত ফজলুল হক চৌধুরী, ৪। মো. জসিম উদ্দিন (৩০),পিতা-মৃত আব্দুর রহমান, ৫। মো. শহিদুল ইসলাম (৩৪),পিতা- মো. হাবিবুল্লাহ, ৬। নুর করিম (২৭), পিতা- মৃত সিদ্দিক আহম্মদ, ৭। সিরাজুল ইসলাম (৪২), পিতা-মৃত আব্দুস সালাম, ৭। মো. এমরান হোসেন (৩৬), পিতা- আব্দুস শুক্কুর ৮। রবিঊল হক (২৯), পিতা- করিমুল হক।

র‌্যাব জানায়, ফেনী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম মহানগরীতে বিভিন্ন গাড়ী হতে আদায়কৃত নগদ ৪৯ হাজার ৮০৫ টাকা এবং বিভিন্ন নামে-বেনামে কাটা মিথ্যা রশিদ উদ্ধার করা হয়। তারা সোনাগাজী থানার ডাকবাংলো কলেজ রোডস্থ এবং জিরো পয়েন্ট সাকিনস্থ এলাকায় বিভিন্ন পরিবহন ও চালকদের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক অবৈধভাবে চাঁদাবাজি করে আসছিল।

গ্রেপ্তার আসামিদের ফেনী জেলার সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ