৬:৫৪ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে প্রতিশোধ নিতে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামে প্রতিশোধ নিতে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামে প্রতিশোধ নিতে ছুরিকাঘাতে যুবক খুন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় প্রতিশোধ নিতে মো. রাফি (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় রায়হান (২৭) নামে অপর একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

রোববার (৯ জুন) ভোররাত ৪টায় পতেঙ্গা সি-বীচ এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

জানা যায়, নিহত রাফি পতেঙ্গার বন্দরটিলা এলাকার বাসিন্দা। মোটরসাইকেলের বিকট আওয়াজ নিয়ে কথা কাটাকাটির জেরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে জানান পুলিশ।

স্থানীয়রা জানান, বিকট আওয়াজে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে প্রথমে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি সমাধান হয়। এর ঘণ্টাখানেক পর এক পক্ষের কয়েকজন যুবক প্রতিশোধ নিতে টানেলের মুখে ওঁৎ পেতে থাকে। এ সময় প্রতিপক্ষ গ্রুপের লোকজন আসার সময় তাদের ওপর হামলা চালায়।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর বড়ুয়া বলেন, নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় পতেঙ্গা থানায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ