17 C
আবহাওয়া
৭:৪২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি ঘোষণা


বিএনএ,জাবি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাট্য সংগঠন ‘জাহাঙ্গীরনগর থিয়েটার’এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে বিদায়ী সাধারণ সম্পাদক ওমর ফারুক বান্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পায় প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ.কে.এম শাহনেওয়াজ এবং সহ-সহ-সভাপতি দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন।

কমিটির সাধারণ সম্পাদক পদে মাহফুজুল ইসলাম মেঘ , সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস , সহ-সহ-সাংগঠনিক সম্পাদক মো: মনিরুজ্জামান , অর্থ সম্পাদক আত্তাবুজ্জামান ফরহাদ,সহ অর্থ সম্পাদক তপু চন্দ্র দাস, দপ্তর সম্পাদক মেহের আফরোজ শাঁওলি,অনুশ্রী দাস, প্রচার সম্পাদক গোলাম রাউফু, সহ-সহ-প্রচার সম্পাদক সুমাইয়া তাবাসসুম কে নির্বাচিত করা হয়।

এছাড়া সদস্য হিসেবে আছেন ওমর ফারুক বান্না ,মহসিন আলম অন্তর এবং ফজলে রাব্বি এবং কার্যকরি সদস্য হিসেবে আছেন নুর ই শারতাজ লাবিব, মুহাম্মদ হাফিজ এবং নিবেদিতা মন্ডল।

বিএনএ/ সানভীর,ওজি

Loading


শিরোনাম বিএনএ