14 C
আবহাওয়া
১১:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে বাসচাপায় পত্রিকা হকারের মৃত্যু

চট্টগ্রামে বাসচাপায় পত্রিকা হকারের মৃত্যু

মিরসরাইয়ে ট্রাকের চাকায় যুবকের মাথা বিচ্ছিন্ন

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে বাসচাপায় মো. জাকির হোসেন (৪২) নামে এক পত্রিকা হকারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকাল পৌনে ৭টার দিকে আকবরশাহ থানার কাট্টলী এলাকায় কাট্টলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির আকবর শাহ থানার ইস্পাহানী সী গেইট সংলগ্ন জনতা কলোনীর বাসিন্দা। তিনি মৃত মকবুল হোসেনের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুল ইসলাম জানান, সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে কাট্টলী স্কুলের সামনে এক গ্রাহককে পত্রিকা দেওয়ার জন্য রাস্তা পারাপারের সময় উত্তরবঙ্গের ভাইবন্ধু পরিবহনের একটি বাস জাকিরকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন।

এরপর বাসটি ফের চাপা দিলে জাকির হোসেনের মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে মরদেহ উদ্ধার করে চমেক  হাসপাতালের রাখা হয়। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ