24 C
আবহাওয়া
৬:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » জট খুলতে আদালতে যাচ্ছেন নুসরাত দম্পতি

জট খুলতে আদালতে যাচ্ছেন নুসরাত দম্পতি

নুসরাত

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের অভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহান ও নিখিল জৈন এখন শুধু নামেই স্বামী-স্ত্রী। দীর্ঘ দিন ধরে তারা এক ছাদের নিচে থাকেন না। যোগাযোগ বন্ধ প্রায় ছয় মাস। তবে খুব তাড়াতাড়ি আবার দেখা হতে চলেছে দুজনের। এবার সোজা আদালতে মুখোমুখি হবেন তারা। নুসরাতের সঙ্গে বিচ্ছেদ চেয়ে নিখিল যে মামলা করেছেন, সেই মামলার শুনানির দ্বিতীয় তারিখ আগামী ২০ জুলাই। ওই দিন  আলিপুর আদালতে উপস্থিত হতে হবে দু’পক্ষকেই।

এদিকে টালিপাড়ায় গুঞ্জন, নুসরাতের অন্তঃস্বত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বিচ্ছেদের মামলা করেছেন স্বামী নিখিল।

তবে নিখিল ভারতীয় গণমাদ্যমকে বলেছেন, যে দিন জানলাম, নুসরাত আমার সঙ্গে থাকতে চায় না, অন্য কারও সঙ্গে থাকতে চায়, সে দিনই দেওয়ানি মামলা করেছি আমি। নুসরাতের মা হওয়ার পরে এ সিদ্ধান্ত নিইনি আমি।

নিখিলের ঘনিষ্ঠ মহলের খবর, গত মার্চ মাসেই বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এ বিষয়ে যদিও নিখিল কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত দুই বছরের বেশি সময় আগে নিখিল জৈনের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়েতে জড়ান নুসরাত জাহান। কিন্তু বিয়ের এক বছর পরই আচমকাই ছন্দপতন রূপকথার প্রেমকাহিনিতে। নিখিল-নুসরাতের দাম্পত্য সম্পর্কের চিড় এখন টালিগঞ্জের ওপেন সিক্রেট।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ