31 C
আবহাওয়া
৭:১৭ অপরাহ্ণ - আগস্ট ৬, ২০২৫
Bnanews24.com
Home » ওজন কমাতে ব্যস্ত নায়িকা দীঘি

ওজন কমাতে ব্যস্ত নায়িকা দীঘি

দীঘি

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি এবার মন দিয়েছেন শরীরচর্চায়। দৈনিক প্রায় দুই ঘণ্টা জিম করছেন। সপ্তাহে অন্তত পাঁচ দিন এই নিয়মে চলছেন তিনি। এ যাত্রায় সর্বনিম্ন আট থেকে নয় কেজি ওজন কমাতে চান দিঘী।

এত কষ্ট করে জিম করছেন, কোনো বিশেষ কাজের জন্য নাকি? এই প্রশ্নে দীঘি বলেন, সবার চোখে আমি মোটা, তাই একটু চিকন হওয়ার চেষ্টা করছি।

এদিকে, এতদিন দীঘি ফেসবুকে অ্যাকটিভ থাকলেও ছিল না কোনো ফ্যান পেজ। একাধিক ফ্যান পেজের ভিড়ে সম্প্রতি অভিনেত্রী ফেসবুকে ফ্যান পেজ খুলেছেন। সেখানে ভক্তদের যুক্ত হওয়ার অনুরোধও করেছেন দীঘি।

শিশুশিল্পী হিসেবে লম্বা সময় পর্দা কাঁপিয়েছেন জনপ্রিয় হয়েছেন সেই ছোট্ট কাল থেকেই। এবার দেখার পালা নায়িকা হিসেবে তিনি কতোটা সফল হতে পারেন। সেলিম খান পরিচালিত শাপলা মিডিয়ার ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমা দিয়েই নায়িকার খাতায় নাম লেখান দীঘি। এতে তার বিপরীতে অভিনয় করেন আরেক তরুণ নায়ক শান্ত খান। অন্য ছবি ‘তুমি আছো তুমি নেই’ নির্মাণ করেছেন দেলোয়ার জাহান ঝন্টু।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ