17 C
আবহাওয়া
১২:১৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » প্রিন্টিং কারখানায় আগুন

প্রিন্টিং কারখানায় আগুন

টঙ্গীতে মার্কেটে আগুন

ঢাকা :রাজধানীর মিরপুর পল্লবীতে কালশীর একটি প্রিন্টিং কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে । সেই আগুন নেভাতে গিয়ে ধোয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৭ জন কর্মচারী। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

 

বৃহস্পতিবার (০৯ মে) বিকেল ৪টার দিকে আগুনের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পড়ে রাতে তাদের বার্ন হাসপাতালে নিয়ে আসা হয়। অসুস্থরা হলেন, সায়মন (২০), স্বপন ঘোষ (৩৬), শফিক (৩৯), নাঈম (২৫), সিজাউল করিম (২২), রাশেদুল ইসলাম (২৩) ও ইব্রাহিম (২৩)। তাদের সহকর্মীরা জানান, তারা একটি প্রিন্টিং কারখানায় কাজ করেন।বিকেলে ওয়েল্ডিং করার সময় সেখান থেকে আগুনের ঘটনা ঘটে। আগুন অনেক বেশি ছড়িয়ে যাওয়ার আগেই কর্মচারীরা নিজেরাই নিভিয়ে ফেলেন।

 

এরপর তারা ধোঁয়ায় শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়।

 

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ধোঁয়ার কারণে তাদের সামান্য শ্বাসকষ্ট হচ্ছিল। তাদের অবজারভেশন রাখা হয়েছে। তবে কারো অবস্থাই গুরুতর নয়। তাদেরকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হবে।

 

এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

আহা, এস‌জিএন

 

Loading


শিরোনাম বিএনএ