15 C
আবহাওয়া
৭:৩০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে যুদ্ধবিমান বিধ্বস্ত

চট্টগ্রামে যুদ্ধবিমান বিধ্বস্ত

চট্টগ্রামে যুদ্ধবিমান বিধ্বস্ত

বিএনএ, চট্টগ্রাম: বাংলাদেশ বিমানবাহিনীর একটি YAK 130 প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এটি চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনায় পতিত হয়। বিমানে থাকা দুইজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত বিমানের দুই পাইলট হলেন উইং কমান্ডার সোহান এবং স্কোয়াড্রন লিডার অসিম।

বিমানবাহিনীর YAK130 ট্রেনিং ফাইটার বিমানটি খুঁজতে ডুবুরি, ফায়ার ফাইটার, বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা কাজ করছেন।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বিমানটি পতেঙ্গায় নৌ বাহিনীর বোট ক্লাবের ওপর দিয়ে উড়ছিল। এ সময় হঠাৎ বিমানটির পেছনের দিকে আগুন ধরে যায়। এ সময় বিমানে থাকা দুজন পাইলট প্যারাশুট দিয়ে নেমে যান। একপর্যায়ে বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। পরে বিমান বাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুই পাইলটকে নিয়ে যায়।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (বন্দর) শাকিলা সুলতানা বলেন, বিমানটি বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীর মোহনায় পড়ে যায়। বিমানের পাইলট ও কো-পাইলটকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ