18 C
আবহাওয়া
৩:১০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » শেল মেরিনের এবারও বিশেষ এওয়ার্ড পেল পোর্টল্যান্ড

শেল মেরিনের এবারও বিশেষ এওয়ার্ড পেল পোর্টল্যান্ড

বিশেষ এওয়ার্ড অর্জন করেছে শেল মেরিনের বাংলাদেশ পরিবেশক হলো পোটল্যান্ড ইন্টারন্যাশনাল।

লুব্রিকেন্টস উৎপাদনকারী প্রতিষ্ঠান শেল মেরিনের
লুব্রিকেন্টস উৎপাদনকারী প্রতিষ্ঠান শেল মেরিন

বিশ্ববিখ্যাত লুব্রিকেন্টস উৎপাদনকারী প্রতিষ্ঠান শেল মেরিনের পরিবেশক সম্মেলনে এবারও বিশেষ এওয়ার্ড অর্জন করেছে শেল মেরিনের বাংলাদেশ পরিবেশক হলো পোটল্যান্ড ইন্টারন্যাশনাল।

ফিলিপাইনের পর্যটন দ্বীপ সেবুতে দুই দিনব্যাপী শেল মেরিনের আসিয়ান ও দক্ষিণ এশিয়ার রাষ্ট্রসমূহের পরিবেশক  সম্মেলনে শুরু হয় ৮ মে।

ছবিতে দেখা যাচ্ছে বাম থেকে তৃতীয় রবিউল হোসেন বাবু, চতুর্থ মিজানুর রহমান মজুমদার এবং সর্ব ডানে কে এম জহিরুল কাইয়ুম
ছবিতে দেখা যাচ্ছে বাম থেকে তৃতীয় রবিউল হোসেন বাবু, চতুর্থ মিজানুর রহমান মজুমদার এবং সর্ব ডানে কে এম জহিরুল কাইয়ুম

শেল মেরিনের  আসিয়ান ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক Shaw Sinang Hew পোর্টল্যান্ড গ্রুপের এমডি জনাব মিজানুর রহমান মজুমদারের হাতে এওয়ার্ড তুলে দেন। এ সময় পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক রবিউল হোসেন বাবু ও কেএম জহিরুল কাইয়ুম উপস্থিত ছিলেন।

শেল মেরিনের বাংলাদেশ পরিবেশক হলো পোটল্যান্ড ইন্টারন্যাশনাল।
শেল মেরিনের  পরিবেশক সম্মেলনে পোটল্যান্ড ইন্টারন্যাশনালের পরিচালকবৃন্দ।

বিগত কয়েক বছর ধরে পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শেল মেরিন লুব্রিকেন্টস বাংলাদেশে বাজারজাত করে পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে।

বিএনএনিউজ২৪/ এসজিএন

Loading


শিরোনাম বিএনএ