28 C
আবহাওয়া
১:৩৬ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেনের সমস্ত দাবি মেনে নেওয়া হবে না: জার্মান চ্যান্সেলর

ইউক্রেনের সমস্ত দাবি মেনে নেওয়া হবে না: জার্মান চ্যান্সেলর


বিএনএ, বিশ্বডেস্ক : জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেছেন, তার দেশ ইউক্রেনকে সমর্থন করে; এজন্য কিয়েভকে সহযোগিতা দেবে বার্লিন কিন্তু সমস্ত দাবি পূরণ করতে পারবে না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির বার্ষিকী উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। তার এই বক্তব্য জার্মানির টেলিভিশনের সম্প্রচার করা হয়।

ওলাফ শোলজ বলেন, অন্য মিত্রদের সঙ্গে মিলে জার্মানি রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করেছে কিন্তু কিয়েভের প্রতিটি দাবি মেনে নেয়া তার পক্ষে সম্ভব নয়।

জার্মান চ্যান্সেলর বলেন, “আমি যখন শপথ নিয়েছি তখন জার্মানিকে যেকোন ক্ষতির হাত থেকে রক্ষার শপথ নিয়েছি। ফলে ইউক্রেনের প্রতিটি দাবি আমরা মেনে নিতে পারবো না।”

তিনি বলেন, রাশিয়া এবং ইউক্রেন একসময় নাজি জার্মানির মাধ্যমে আক্রান্ত হয়েছিল অথচ তারা এখন পরস্পরের শত্রু। এর বিশেষ তাৎপর্য রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ