34 C
আবহাওয়া
৫:৪০ অপরাহ্ণ - আগস্ট ১১, ২০২৫
Bnanews24.com
Home » ইউক্রেনের স্কুলে রাশিয়ার বোমা হামলা, নিহত ৬০

ইউক্রেনের স্কুলে রাশিয়ার বোমা হামলা, নিহত ৬০

ইউক্রেনের স্কুলে রাশিয়ার বোমা হামলা, নিহত ৬০

বিএনএ, বিশ্বডেস্ক : বেসামরিক নাগরিকদের আশ্রয় দেওয়া ইউক্রেনের  একটি স্কুলে চালানো রাশিয়ার সামরিক বাহিনীর বোমা হামলায় ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।রোববার (৮ মে) রাতে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান।

হামলার পরপরই লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই রোববার বলেন, বিলোহোরিভকা এলাকার একটি স্কুলে রাশিয়ার বোমা হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা কয়েক ডজন মানুষ সম্ভবত মারা গেছেন।

সেরহি হাইদাই আরও জানান, বিলোহোরিভকার ওই স্কুল ভবনে ৯০ জন লোক আশ্রয় নিয়েছিলেন এবং হামলার পর তাদের মধ্যে কেবল ৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়।

প্রায় আড়াই মাস ধরে চলা এই সামরিক অভিযানে রাশিয়ার হামলায় ইউক্রেনের সামরিক-বেসামরিক বহু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে উঠছে বেসামরিক প্রাণহানির অভিযোগও। যদিও সামরিক স্থাপনা লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে বলে দাবি মস্কোর।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ