দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে সোমবার(৯মে) সকাল থেকেই চট্টগ্রামের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত। চট্টগ্রাম শহরজুড়ে মুষলধারে এক পশলা বৃষ্টি হয় সোমবার বেলা আড়াইটা থেকেই ১৫মিনিট ধরে।
আরও পড়ুন : ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশ থেকে যত কিলোমিটার দূরে
বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ সোমবারও (৯ মে) শক্তিশালী অবস্থানে থাকবে। ঘূর্ণিঝড়টি দ্রুত শক্তি অর্জন করছে।
এর গতিমুখ এখন পর্যন্ত ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের দিকে রয়েছে। তবে এটি যেকোনো মুহূর্তে গতি পরিবর্তন করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে। এটি যেখানেই আঘাত হানুক না কেন, এর প্রভাবে বাংলাদেশের উপকূলসহ বেশির ভাগ এলাকায় বৃষ্টিপাত ও বাতাস বয়ে যেতে পারে।
বিএনএনিউজ২৪,জিএন