19 C
আবহাওয়া
৮:৩৭ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » ছিনতাইকারী ‘মান্নান গ্রুপের’ প্রধান মান্নান সহযোগীসহ গ্রেপ্তার

ছিনতাইকারী ‘মান্নান গ্রুপের’ প্রধান মান্নান সহযোগীসহ গ্রেপ্তার

ছিনতাইকারী ‘মান্নান গ্রুপের’ প্রধান মান্নান সহযোগীসহ গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ছিনতাইকারী চক্র ‘মান্নান গ্রুপের’ প্রধান আব্দুল মান্নানকে (৫১) এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ( ৮ মে) রাতে নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ চৌমুহনী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মান্নানের সহযোগী হলেন মো. জানে আলম প্রকাশ সোহাগ (৩৮)। এ সময় তাদের কাছ থেকে দুইটি ছোরা উদ্ধার করা হয়। মান্নানের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি এবং সোহাগের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মোহাম্মদ মহসীন বলেন, মান্নান চট্টগ্রামের চিহ্নিত ছিনতাইকারী। সে একসময় চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী চাকমা আলমের অধীনে কাজ করত। চাকমা আলম চট্টগ্রাম ছেড়ে চলে গেলে মান্নান নিজেই একটি গ্রুপ তৈরি করে। তিনজনের এই গ্রুপ আগ্রাবাদ, হালিশহর, বারেক বিল্ডিং এলাকায় তাদের তৎপরতা চালায়।

আজ রাতে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে আগ্রাবাদ চৌমুহনী এলাকায় অবস্থান করছিল। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহল পুলিশ তাদের তল্লাশি করতে চাইলে তিনজনই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে মান্নান ও সোহাগকে গ্রেপ্তার করা হলেও  অপরজন পালিয়ে যায় বলে জানান তিনি।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ