19 C
আবহাওয়া
৮:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ( ৮ মে) চকবাজার থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাপাতি ও ধারালো টিপ ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-ইয়াহিয়া তালুকদার ইমন (১৮),মো. হামিদ আহাম্মেদ ফাহিম (১৯), মো. তুহিন (২২), শহিদুল ইমাম শাওন (১৮), পারভেজ (২৮) ও মো.শাহীন (২৫)।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মোহাম্মদ আলমগীর বলেন, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাপাতি ও ধারালো টিপ ছোরাসহ ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে  নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ