28 C
আবহাওয়া
১:০৬ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৫
Bnanews24.com
Home » হুমায়ুন আজাদের ওপর হামলাকারী গ্রেপ্তার

হুমায়ুন আজাদের ওপর হামলাকারী গ্রেপ্তার


বিএনএ, ঢাকা: ২০০৪ সালে অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর হামলাকারী জেএমবি নেতা নূর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে  এ তথ্য নিশ্চিত করেছেন এটিইউ’র অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া জুঁই।

তিনি জানান, ২০০৪ সালে বইমেলায় অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর সরাসরি হামলাকারী এবং হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা নূর মোহাম্ম ওরফে সাবু ওরফে শামীমকে এটিইউ গ্রেপ্তার করেছে। জেএমবি নেতা সাবু চাপাতি দিয়ে সরাসরি অধ্যাপক হুমায়ুন আজাদের ঘাড়ে গলায় কুপিয়ে রক্তাক্ত জখম অবস্থায় মৃত্যু নিশ্চিত জেনে ঘটনাস্থল ত্যাগ করে। পরে অধ্যাপক আজাদ জার্মানিতে মৃত্যুবরণ করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ