বিএনএ, ঢাকা:ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত মালবাহী ট্রেন উদ্ধার করা হয়েছে৷ মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৭টার দিকে ট্রেনটি উদ্ধার করে আশুগঞ্জের তালশহরে সরিয়ে নেয়া হয়। তবে ট্রেন উদ্ধার করা হলেও রেলপথের আপলাইনে ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী মাস্টার সাকিল জাহান এসব তথ্য নিশ্চিত করেন।
সোমবার দিবাগত রাত সোয়া ১২টায় ঢাকামুখী একটি মালবাহী ট্রেনটির ব্রাহ্মণবাড়িয়া-তালশহর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে ২টি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে আখাউড়া জংশন থেকে রাত সাড়ে ৩টায় রিলিফ ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছালে ভোর ৪টার দিকে উদ্ধার কাজ শুরু হয়। দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৭টায় মালবাহী ট্রেনটি উদ্ধার করে আশুগঞ্জের তালশহর রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়।
সাকিল জানান, ট্রেন উদ্ধার করা হলেও ঢাকা অভিমুখী আপ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই শুধু ডাউন লাইন দিয়ে উভয় পাশের ট্রেন চলাচল করবে। মেরামত শেষে আপ লাইন চালু করা হবে।
বিএনএ/ ওজি