27 C
আবহাওয়া
১২:৩৫ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » বাড়তি ভাড়া দা‌বি : ‘যাত্রীদের হামলায়’ বাসের চালক-হেলপার নিহত

বাড়তি ভাড়া দা‌বি : ‘যাত্রীদের হামলায়’ বাসের চালক-হেলপার নিহত


সাভার প্রতি‌নি‌ধি: আশুলিয়ায় অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে বাকবিতণ্ডত‌ার এক পর্যায়ে যাত্রীদের হামলায় গুরুতর আহত বাসচালক ও সহকারীর মৃত্যু ঘটেছে।

সোমবার (৮ এ‌প্রিল) রাত সাড়ে ৭টার দিকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এর আগে দুপুর ২টার দিকে ইপিজেড সংলগ্ন এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে যাত্রীদের মারধরে তারা আহত হন। যাত্রীরাই তাদের হাসপাতালে ভর্তি করেন।

নিহতরা হলেন—ইতিহাস পরিবহণ বাসের চালক সোহেল রানা বাবু (২৬) ও তার সহকারী হৃদয় (৩০)।

আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ গণমাধ‌্যমকে  জানান, ঈদ উপলক্ষে বে‌শি  ভাড়া দা‌বি করায় বাক‌বিতন্ডতার একপর্যায়ে ইতিহাস পরিবহণের চালক ও হেলপারের সঙ্গে ক‌তিপয় যাত্রীর হাতাহা‌তি ও মারামা‌রি হয়। এসময় গণ‌পিটু‌নিতে তারা গুরুতর আহত হন।

ময়নাতদন্তের জন্য নিহত দুজনের মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো  হয়েছে।

নিহত হৃদয়ের বড় ভাই আতিকুল ইসলাম ঘটনা তদন্ত করে দো‌ষি ব‌্যক্তিদের শা‌স্তির দা‌বি জানান।

ইমরান খান, এস‌জিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ