21 C
আবহাওয়া
৯:২৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চমেকে সরকারি ওষুধসহ ওয়ার্ডবয় গ্রেফতার

চমেকে সরকারি ওষুধসহ ওয়ার্ডবয় গ্রেফতার

চমেকে সরকারি ওষুধসহ ওয়ার্ডবয় গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চোরাই সরকারি ওষুধসহ মো. সাদ্দাম হোসেন (৩৩) নামের এক স্পেশাল ওয়ার্ডবয়কে আটক করেছে পুলিশ। রোববার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে হাসপাতালের পূর্ব সিঁড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার সাদ্দাম হোসেন চট্টগ্রামের রাউজান থানার মোগারদিঘী এলাকার মুজিবুল হকের ছেলে। সাদ্দাম চমেক হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডের স্পেশাল ওয়ার্ডবয় হিসেবে কর্মরত ছিলেন।

সাদ্দামের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে বলে জানিয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) নুরুল আশেক বলেছেন, ওই মামলায় আটক সাদ্দামকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া ওষুধের মূল্য আনুমানিক ৫ হাজার টাকা বলে জানান তিনি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ