16 C
আবহাওয়া
৭:০৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আটক


বিএনএ, যশোর : হত্যা মামলার চার্জশিভুক্ত আসামি যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীকে (৪৫) আটক করেছে র‌্যাব। শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় যশোর শহর থেকে তাকে আটক করা হয়।

রওশন ইকবাল শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৪ সালের ১৫ জুলাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয় ক্যাম্পাসে নাঈমুল ইসলাম রিয়াদ নামের এক শিক্ষার্থী খুন হন। সেই খুনের ঘটনায় দায়ের করা মামলায় ইকবাল পুলিশের চার্জশিটভুক্ত আসামি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ