বিএনএ, কুমিল্লা: কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে আবদুল মান্নান (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় পদুয়ার বাজার রেলওয়ে ক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত আবদুল মান্নান কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা এলাকার চেঙ্গাহাটা গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ মো. ইসমাইল হোসেন সিরাজী জানান,পদুয়ার বাজার এলাকায় ছেলের শ্বশুর বাড়িতে একটি বিয়ের দাওয়াত দিতে এসেছিলেন মান্নান। ফেরার পথে পদুয়ার বাজার রেলওয়ে লেভেল ক্রসিংয়ের একশ’ গজ পূর্বে মহানগর ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান ।ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিএনএ/ওজি