29 C
আবহাওয়া
৫:৪১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » বঙ্গবন্ধু হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়-৫ম পর্ব

বঙ্গবন্ধু হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়-৫ম পর্ব

বঙ্গবন্ধু হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়-পর্ব-৩৪

১৯৭৫ সালের ১৫ আগস্ট কতিপয় উগ্রবাদী সেনা সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে।হত্যাকারিরা ক্ষমতাসীন হয়ে ওই বছর ২৬ সেপ্টেম্বর ‘ ইনডেমনিটি ‘ অডিন্যান্স জারি করে। যা পরবর্তী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে সেটিকে আইনে পরিণত করেন। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে  ক্ষমতাসীন হয় আওয়ামী লীগ।

বাতিল করে ‘ইনডেমনিটি অ্যাক্ট’। এরপর ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়। ১৯৯৮ সালের ৮ নভেম্বর ঢাকা জেলা দায়রা জজ আদালত ১৮ আসামির মধ্যে ১৫ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। আসামিরা আপিল করেন। ২০০০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্টে বিভক্ত রায় প্রকাশ হয়। পরে ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকে।

কীভাবে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা মামলার বিচার হয়েছিল তা নতুন প্রজন্মের অনেকের কাছে অজানা! বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ) বঙ্গবন্ধু হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় ধারাবাহিকভাবে প্রকাশ করছে।

আজ প্রকাশিত হল ৫ম পর্ব

বঙ্গবন্ধু হত্যা মামলা
জেলা ও দায়রা জজ আদালতের রায়
ঢাকা ৮ নভেম্বর ১৯৯৮
BANGABANDHU MURDER CASE AND JUDGEMENT
(Session Case No. 319/1997).
IN THE COURT OF DISTRICT & SESSIONS JUDGE, DHAKA.
NOVEMBER 8, 1998
1
Additional paper books of
Death reference
No . 30 of 1998
Arising out of sessions Case no. 319 of 1997
With
Criminal Appeal No. 2604 of 1998
Criminal Appeal No. 2613 of 1998
Criminal Appeal No. 2616 of 1998
Criminal Appeal No. 2617 of 1998
Dhaka
THE STATE
-Versus-
1. Lieutenant Colonel Syed Faruk Rahman
2. Lieutenant Colonel Sultan Shahriar Rashid Khan
3. Lieutenant Colonel Mohiuddin Ahmed (Rtd.)
4. Lieutenant Colonel Khondokar Abdur Rashid
5. Major Md. Bazlul Huda
6. Lieutenant Colonel Shariful Hoque Dalim(B.U.)
7. Major Ahmed Shariful Hosssain
8. Lieutenant Colonel A.M. Rashid Chowdhury
9. Lieutenant Colonel A.K.M. Mohiuddin
10. Lieutenant Colonel S.H.M.B. Nur Chowdhury
11. Lieutenant Colonel Md. Abdul Aziz Pasha
12. Captain Md. Kismot Hashem (A.B.)
13. Captain Nazmul Hossain Ansar
14. Captain Abdul Majid
15. Resaldar Moslemuddin @ Moslemeddin.
-Condemned Prisoners.
Judgement Passed by
Mr. Kazi Golam Rasul
District & Sessions Judge, Dhaka.
2
JUDGEMENT
(Session Case No.319/1997)
HEADING OF JUDGEMENT IN SESSION CASE
DISTRICT : DHAKA
In the Court of District & session Judge Dhaka
Present : Mr. Kazi Golam Rasul
District & Sessions Judge, Dhaka.
8th day, the November day of 1998
Sessions Case No. 319/1997
[Arising out of Dhanmondi P.S. Case No. 10(10)/96]
রাষ্ট্র বাদী
-বনাম-
১। লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান এবং আরও ১৮নং- আসামীগণ
This sessions case coming on for final hearing on
৬-৪-৯৭, ৭-৪-৯৭, ৬-৭-৯৭, ৭-৭-৯৭, ৬-৭-৯৭, ৭-৭-৯৭,
৮-৭-৯৭, ৯-৭-৯৭, ১৪-৭-৯৭, ১৬-৭-৯৭, ১৭-৭-৯৭, ২১-৭-৯৭, ২৩-৭-৯৭, ২৮-৭-৯৭, ২৯-৭-৯৭, ৩১-৭-৯৭, ৪-৮-৯৭, ৫-৮-৯৭, ৬-৮-৯৭, ১১-৮-৯৭, ১২-৮-৯৭, ১৩-৮-৯৭, ১৯-৮-৯৭, ২০-৮-৯৭, ২৬-৮-৯৭, ২৭-৮-৯৭, ১-৯-৯৭, ২-৯-৯৭, ৩-৯-৯৭, ৮-৯-৯৭, ৯-৯-৯৭, ১০-৯-৯৭, ১৫-৯-৯৭, ১৬-৯-৯৭, ১৭-৯-৯৭, ২২-৯-৯৭, ২৩-৯-৯৭, ২৪-৯-৯৭, ২৯-৯-৯৭, ৩০-৯-৯৭, ১-১০-৯৭, ৬-১০-৯৭, ৭-১০-৯৭, ৮-১০-৯৭, ১৩-১০-৯৭, ১৪-১০-৯৭, ১৫-১০-৯৭, ১৬-১০-৯৭, ১৯-১০-৯৭, ২০-১০-৯৭, ২১-১০-৯৭, ২২-১০-৯৭, ২৩-১০-৯৭, ২৬-১০-৯৭, ২৭-১০-৯৭, ২৮-১০-৯৭, ২৯-১০-৯৭, ৩০-১০-৯৭, ২-১১-৯৭, ৩-১১-৯৭, ৫-১১-৯৭, ৬-১১-৯৭, ৯-১১-৯৭, ১০-১১-৯৭, ১১-১১-৯৭, ১২-১১-৯৭, ১৩-১১-৯৭, ১৬-১১-৯৭, ১৭-১১-৯৭, ১৮-১১-৯৭, ১৯-১১-৯৭, ২০-১১-৯৭, ২৩-১১-৯৭, ২৪-১১-৯৭, ২৫-১১-৯৭, ৪-১-৯৮, ৫-১-৯৮, ৬-১-৯৮, ১২-১-৯৮, ১৩-১-৯৮, ১৪-১-৯৮, ১৯-১-৯৮, ২০-১-৯৮, ২১-১-৯৮, ২৬-১-৯৮, ২-২-৯৮, ৩-২-৯৮, ৪-২-৯৮, ৯-২-৯৮, ১০-২-৯৮, ১১-২-৯৮, ১৬-২-৯৮, ১৭-২-৯৮, ১৮-২-৯৮, ২৩-২-৯৮, ২-৩-৯৮, ৩-৩-৯৮, ৪-৩-৯৮, ৯-৩-৯৮, ১৬-৩-৯৮, ২৩-৩-৯৮, ২৪-৩-৯৮, ২৫-৩-৯৮, ৩০-৩-৯৮, ৩১-৩-৯৮, ১-৪-৯৮, ১৩-৪-৯৮, ২০-৪-৯৮, ২১-৪-৯৮, ২২-৪-৯৮, ৩-৬-৯৮, ১০-৬-৯৮, ১৬-৬-৯৮, ২২-৬-৯৮, ২৪-৬-৯৮, ২৯-৬-৯৮, ৩০-৬-৯৮, ৬-৭-৯৮, ৮-৭-৯৮, ১৩-৭-৯৮, ১৪-৭-৯৮, ১৫-৭-৯৮, ২০-৭-৯৮, ৫-৮-৯৮, ১২-৮-৯৮, ১৭-৮-৯৮, ১৮-৮-৯৮, ১৯-৮-৯৮, ২৪-৮-৯৮, ২৫-৮-৯৮, ২৬-৮-৯৮, ৩১-৮-৯৮, ১-৯-৯৮, ২-৯-৯৮, ৭-৯-৯৮, ৮-৯-৯৮, ৯-৯-৯৮, ১৪-৯-৯৮, ১৫-৯-৯৮, ১৬-৯-৯৮, ২১-৯-৯৮, ২২-৯-৯৮, ২৩-৯-৯৮, ২৮-৯-৯৮, ২৯-৯-৯৮, ৩০-৯-৯৮, ৫-১০-৯৮, ৬-১০-৯৮, ৭-১০-৯৮, ৮-১০-৯৮, ১২-১০-৯৮, এবং ১৩-১০-৯৮ইং।

(১)জনাব মো. সিরাজুল হক, স্পেশাল পি.পি.
(২)জনাব মো. রমজান আলী খান, সহযোগী স্পেশাল পি.পি.
(৩)জনাব সৈয়দ রেজাউল রহমান, সহযোগী স্পেশাল পি.পি.
(৪)জনাব মোশারফ হোসেন কাজল, সহযোগী স্পেশাল পি.পি.
(৫)জনাবা সাহেরা খাতুন, সহযোগী স্পেশাল পি.পি.
(৬)জনাব কামরুল ইসলাম, সহযোগী স্পেশাল পি.পি.
(৭)জনাব নুরুল ইসলাম খান, সহযোগী স্পেশাল পি.পি.
(৮)জনাব আনিসুল হক, সহযোগী স্পেশাল পি.পি.
এবং for the State ( Prosecution)
(১) জনাব খান সাইফুর রহমান, এডভোকেট- আসামী লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান এর পক্ষে।
(২) জনাব আবদুর রেজ্জাক খান, এডভোকেট- আসামী লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান এবং অনারারী ক্যাপ্টেন আ. ওহাব জোয়ারদার এর পক্ষে।
(৩) জনাব এ.বি.এম. শরফুদ্দিন খান মুকুল, এডভোকেট- আসামী তাহের উদ্দীন ঠাকুরের পক্ষে।
(৪) জনাব টি. এম. আকবার, এডভোকেট- আসামী লে. কর্নেল মহিউদ্দীন আহম্মেদ(আর্টিলারি)।
এবং for the Accused/defence
পলাতক আসামীগণের পক্ষে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবি।
(১) জনাব গাজী জিল্লুর রহমান, পলাতক আসামী লে. কর্নেল খন্দকার আবদুর রশিদ এর পক্ষে।
(২)জনাব মাহবুবুর রহমান, পলাতক আসামী মেজর বজলুল হুদার পক্ষে।
(৩) জনাব মো. রুহুল ইসলাম খান, পলাতক আসামী লে. কর্নেল এস.এইচ.এম.বি.নূর চৌধুরীর পক্ষে।
(৪) জনাব আবদুল ওয়াহেদ, পলাতক আসামী লে. কর্নেল শরীফুল হক ডালিমের পক্ষে।
(৫) জনাব মো. জসিম উদ্দীন, পলাতক আসামী লে. কর্নেল মো. আজিজ পাশার পক্ষে।
(৬) ফরিদ উদ্দীন আহমেদ, পলাতক আসামী লে. কর্নেল এম. এ. রাশেদ চৌধুরীর পক্ষে।
(৭) মি. কৃষ্ণ পদ ভৌমিক, পলাতক আসামী মেজর এ.কে.এম. মহিউদ্দীন আহম্মেদ এর পক্ষে।
(৮) এইচ.এম. নুরুল হক, পলাতক আসামী রিসালদার মোসলেম উদ্দীনের পক্ষে।
(৯) শ্রী প্রাণ নাথ, পলাতক আসামী মেজর আহম্মেদ শরীফুল হোসেনের পক্ষে।
(১০) জনাব মো. রফিকুল ইসলাম, পলাতক আসামী ক্যাপ্টেন মো. কিসমত হাসেমের পক্ষে।
(১১) জনাব আ.সাত্তার দুলাল, পলাতক আসামী ক্যাপ্টেন নাজমুল হোসেন আনসারের পক্ষে।
(১২) জনাব মো. বেলায়েত হোসেন, পলাতক আসামী ক্যাপ্টেন আবদুল মাজেদের পক্ষে।
(১৩) জনাব মো. মোজাম্মেল হক চৌধুরী, পলাতক আসামী দফাদার মারফত আলীর পক্ষে।
(১৪) জনাব মো. হানিফ, পলাতক আসামী এল.ডি. মো. আবুল হাসেম মৃধার পক্ষে।

আরও পড়ুন :

বঙ্গবন্ধু হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়-৪র্থ পর্ব

বঙ্গবন্ধু হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়-৩য় পর্ব

বঙ্গবন্ধু হত্যা মামলার পুর্ণাঙ্গ রায়-২য় পর্ব
বঙ্গবন্ধু হত্যা মামলার পুর্ণাঙ্গ রায়-প্রথম পর্ব

গ্রন্থনা: ইয়াসীন হীরা, সম্পাদনায়: এইচ চৌধুরী

সূত্র: বঙ্গবন্ধু হত্যা মামলার ঐতিহাসিক রায়, গ্রন্থনা ও সম্পাদনা, রবীন্দ্রনাথ ত্রিবেদী, প্রথম প্রকাশ জুন ২০১০, প্রকাশক-একে নাছির আহমেদ সেলিম, কাকলী প্রকাশনী, ঢাকা-১১০০.

Loading


শিরোনাম বিএনএ