বিএনএ,খুলনা:মোবাইল ফোনে ‘জিনের বাদশা’ পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের একজনকে গ্রেপ্তার করেছে খুলনার পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)।
তার নাম আব্দুল্লাহ আল মামুন ওরফে জিনের বাদশা (৩০)। সে খুলনার পাইকগাছা উপজেলার নাকসা গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে সিআইডি’র এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে খুলনা সিআইডি’র একটি টিম বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে বিশেষ অভিযান চালিয়ে খুলনার পাইকগাছা উপজেলার গোলাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
খুলনা সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মো. আনিচুর রহমান জানান, কথিত জিনের বাদশা আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে কখনও জিনের বাদশা, কখনও ফরেস্ট অফিসার, কখনও ভাইস-চেয়ারম্যান সেজে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।
প্রতারণার ফাঁদ পেতে এক ভুক্তভোগীর কাছ থেকে ৪ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গত বছরের জুন মাসে খুলনার দিঘলিয়া থানায় তার নামে মামলা দায়ের করা হয় (মামলা নম্বর-০২, ১৫/০৬/২০২০)। ওই মামলার তদন্তভার সিআইডি গ্রহণ করার পর প্রতারক আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মো. আনিচুর রহমান আরও জানান, আব্দুল্লাহ আল মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে।