বিএনএ, বিশ্বডেস্ক : মেমারির সভা থেকে সরাসরি অমিত শাহকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কাজ ছেড়ে হিংসা ছড়ানোর চক্রান্ত করে চলেছেন। এসময় কেন্দ্রের বিরুদ্ধে দু্র্নীতির অভিযোগ তুললেন। আশঙ্কাপ্রকাশ করে বললেন, “বিরোধিতা করছি। আমাকে খুনের পরিকল্পনা করা হতে পারে।”
রাত পোহালেই চতুর্থ দফার ভোট। এর আগে শুক্রবার (৯ এপ্রিল) একাধিক নির্বাচনী সভা ছিল মমতার। অমিত শাহকে আক্রমণ করে তৃণমূল নেত্রী আরও বলেন, ‘হোম মিনিস্টার দেশের কাজ করছেন না। অথচ কোথায় কীভাবে কার উপর হামলা করা যায়, কীভাবে পুলিশকে দিয়ে মানুষকে ভয় দেখানো যায়। সেসব চক্রান্ত করে বেড়াচ্ছেন।
তাই আমি মোদীকে বলব, স্বরাষ্ট্রমন্ত্রী দাঙ্গা লাগাচ্ছেন, তাকে কন্ট্রোল করুন। আমি এসব বলছি বলে আমাকে খুনের চক্রান্ত করতে পারে। কিন্তু আমি কিছুতে ভয় পাই না। যতদিন বাঁচব, বলবই। বাঁচলে বাঘের বাচ্চার মতোই বাঁচব বলেও হুঁশিয়ারি দেন মমতা।
বিএনএনিউজ/এইচ.এম।