বিএনএ, বিশ্ব ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। এসময় পুলিশ সদস্যসহ অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) টেক্সাস অঙ্গরাজ্যের এএন্ডএম বিশ্ববিদ্যালয়ের বাইরে ব্রায়ান শহরে এ হতাহত হয়।
ব্রায়ান পুলিশ প্রধান এরিক বুসক সন্দেহভাজন হামলাকারীর নাম প্রকাশ না করলেও হামলাকারী কাস্টম কেবিনেটের এক কর্মচারী বলে জানিয়েছেন।
এক বিবৃতিতে টেক্সাসের গর্ভনর গ্রেগ অ্যাবোট জানান, বন্দুক হামলার পর সন্দেহভাজনকে ধরতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহত চার জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার প্রায় দুই ঘণ্টা পর হামলাকারীকে পাশ্ববর্তী আরেকটি শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কী উদ্দেশ্যে বন্দুক হামলা হয়েছে তা জানা যায়নি।
বিএনএনিউজ/জেবি