33 C
আবহাওয়া
৪:০৪ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » দুই ঘণ্টার আগুনে নিঃস্ব চট্টগ্রামের শতাধিক ব্যবসায়ী

দুই ঘণ্টার আগুনে নিঃস্ব চট্টগ্রামের শতাধিক ব্যবসায়ী

দুই ঘণ্টার আগুনে নিঃস্ব চট্টগ্রামের শতাধিক ব্যবসায়ী

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামি থানার আতুরার ডিপো এলাকায় লাগা আগুনে পুড়ে গেছে ৬০টিরও বেশি দোকান, আড়ত ও গুদাম। এতে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন শতাধিক ব্যবসায়ী।

রবিবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে লাগা আগুনে পুড়ে যায় এসব ব্যবসা প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিস দুই ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।

আতুড়ার ডিপো এলাকার কলার আড়তের কর্মী আনোয়ার বলেন, এখানে কলা, আনারস ও তরমুজসহ বিভিন্ন ধরনের ফলের আড়ত ছিল। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখানকার প্রায় শতাধিক ব্যবসায়ী আজকের আগুনে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন। কেউ কিছু রক্ষা করতে পারেননি।

সবজি ব্যবসায়ী সাইফুর জানান, আমার সবজির আড়ত ছিল। কিছু বুঝে ওঠার আগেই আগুনে সব পুড়ে শেষ। আমার পুঁজি সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমার মতো অনেক ব্যবসায়ী আজকে নিঃস্ব হয়ে গেছেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ‌আজ বিকেল ৩টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের বায়েজিদ, কালুরঘাট এবং আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। দুই ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। এখানে জুটের গুদাম, ফল-সবজিসহ বিভিন্ন ধরনের কাঁচা মালের আড়ত এবং বিভিন্ন ধরনের দোকান ছিল। আগুনে ৬০টি দোকান ও বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি এখনো নিরূপন করা সম্ভব হয়নি। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ