দোহাজারীতে আগুনে ৫ দোকান ঘর পুড়ে ছাই
29 C
আবহাওয়া
১২:৫৮ অপরাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৫
Bnanews24.com
Home » দোহাজারীতে আগুনে ৫ দোকান ঘর পুড়ে ছাই

দোহাজারীতে আগুনে ৫ দোকান ঘর পুড়ে ছাই

দোহাজারীতে আগুনে ৫ দোকান ঘর পুড়ে ছাই

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সদর বাজারে ৫টি টিনসেড দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (৯ মার্চ) ভোর ৫ টার দিকে দোহাজারী পৌরসভার হাজারী শপিং সেন্টার সংলগ্ন বাজারে আগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।

ফায়ার সার্ভিস ও স্থানীয়সূত্রে জানা যায়, দোহাজারী পৌরসভার হাজারী শপিং সেন্টার সংলগ্ন বাজারে আগুনের সূত্রপাত হয় ।এসময় বাজারের অন‍্য দোকানগুলো আগুনের কবল থেকে রক্ষা করা গেলেও ৫টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা । তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এতে ব্যবসায়ী রঞ্জন পাল এসএম স্টোরের ৫০ লাখ, খাস্তগীর ৪ লাখ, আলী আকবর ৩ লাখ, নাসির, মোস্তফা ও রশিদের ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা । এরা সবাই দোহাজারী পৌরসভার স্থানীয় বাসিন্দা।

এ ব‍্যাপারে চন্দনাইশ ফায়ার সার্ভিসের ফায়ার ওয়ার ইন্সপেক্টর কামরুল হাসান অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করে বলেন, চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ