31 C
আবহাওয়া
৩:০৬ অপরাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় মেয়ের জামাই’র হাতে শাশুড়ী খুন

আনোয়ারায় মেয়ের জামাই’র হাতে শাশুড়ী খুন

আনোয়ারায় বিদ্যুৎ বন্ধ করে নারী-পুরুষের ওপর হামলা, থানায় মামলা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আপন মেয়ের জামাই’র হাতে রশিদা বেগম (৪৫) নামের এক শাশুড়ী খুন হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (০৯ মার্চ) সকালে উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্ব পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শাশুড়ী রশিদা বেগম স্থানীয় বাদশা মিয়ার স্ত্রী। ঘাতক মেয়ের জামাই একই এলাকার ফরিদের ছেলে হেলাল উদ্দিন প্রকাশ মানিক।

ঘটনার বিষয়ে নিহতের মেয়ে আফসা আকতার নারগিস বলেন, তিন বছর আগে হেলালের সঙ্গে আমার সম্পর্ক করে বিয়ে হয়েছিলো। এছাড়াও সে আমার মামার ছেলে। আমি কেইপিজেডে চাকরি করতাম। মাস শেষে বেতনের সব টাকা আমার কাছ থেকে নিয়ে নিতো সে। তারপরও বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে প্রতিনিয়ত আমাকে মারধর করতো। গত তিনদিন আগে একটি এনজিও থেকে আমাকে ১ লাখ টাকা কিস্তি নিয়ে দিতে বললে আমি অপারগতা জানায়। যার কারণে সে আমাকে মারধর করে। পরে আমি ওইদিন রাতে বাপের বাড়ি চলে আসি। আজ সকালে চাকরি যাওয়ার পথে পথরোধ করে আমাকে মারধর করে। পরে আমার মা বাড়ির পাশে বিলে গরুর গোবর আনতে গেলে সেখানে গিয়ে আমার স্বামী গাছ দিয়ে মাথায় আঘাত করে। এসময় ঘটনাস্থলে আমার মায়ের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ওয়ারেছ আহমদ চৌধুরী বলেন, “ওষখাইন পূর্ব পাড়ায় মেয়ের জামাই কর্তৃক শাশুড়ী হত্যার একটা ঘটনা ঘটেছে তবে এলাকায় না থাকায় আমি ঘটনাস্থলে যেতে পারিনি।

এবিষয়ে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৈয়বুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, এঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং ঘাতককে আটক করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ