32 C
আবহাওয়া
৯:০৭ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » প্রবল বৃষ্টিপাতে আর্জেন্টিনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে

প্রবল বৃষ্টিপাতে আর্জেন্টিনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে


বিএনএ, বিশ্বডেস্ক : আর্জেন্টিনার  বাহিয়া ব্লাঙ্কায় কয়েক ঘন্টার মুষলধারে বৃষ্টিপাতের কারণে বন্দর নগরী বিধ্বস্ত হয়েছে, যা সাধারণত এক বছরের বৃষ্টিপাতের সমান। এই দুর্যোগের কারণে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। খবর এএফপি।

শুক্রবারের এই বৃষ্টি এবং ঝড়ের ফলে বন্যার পানিতে চার এবং এক বছর বয়সী দুই তরুণী ভেসে গেছে বলে জানা গেছে। এখনও তাদের সন্ধান পাওয়া যায়নি।

আকস্মিক বন্যায় হাসপাতাল প্লাবিত হয়েছে। আশেপাশের এলাকাগুলো দ্বীপে পরিণত হয়েছে। শহরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে, যা শুক্রবার ১০ জন ছিল।

মেয়রের কার্যালয় জানিয়েছে, রাজধানী বুয়েনস আইয়ারস থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ৩ লাখ ৫০ হাজার বাসিন্দার এই শহরে আরো অনেকের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে কমপক্ষে পাঁচজন বন্যার পানিতে ডুবে থাকা সড়কে মারা গেছেন। সম্ভবত দ্রুত বয়ে যাওয়া পানির কারণে তাদের গাড়িতে আটকা পড়ায় তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রাদেশিক নিরাপত্তামন্ত্রী জাভিয়ের আলোনসো বলেন, শুক্রবার সকাল থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিপাতের ফলে মাত্র আট ঘণ্টায় ওই অঞ্চলে ৪০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। যা সাধারণত পুরো বছরে বাহিয়া ব্লাঙ্কায় যত বৃষ্টিপাত হয় তার সমান।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ