বিএনএ, বিশ্বডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী মোদীকে এবং ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের আসমা শফিক । মুখ ঢাকা থাকলেও ওই তরুণীর চোখে স্পষ্ট খুশির মেজাজ।
ওই পাকিস্তারি তরুণী ভিডিও বার্তায় নিজের পরিচয় দিয়ে জানায়, ‘হ্যালো আমি আসমা শফিক। আমি পাকিস্তানের বাসিন্দা। এই ভয়াবহ পরিস্থিতির মধ্য়ে আমাদেরকে এখানে সরিয়ে নিয়ে আসার জন্য আমি খুবই গ্রেইটফুল কিয়েভের ভারতীয় দূতাবাসের কাছে। তাঁরপর ওই তরুণী খানিকটা হেসে জানান, আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও ধন্যবাদ জানাই।’
পশ্চিম ইউক্রেন থেকে ওই আসমাকে উদ্ধার করে ভারতীয় উদ্ধারকারী দল। আসমা খুবই দ্রুতই তাঁর পরিবারের সঙ্গে মিলিত হবেন বলে জানা গেছে।
স্বাভাবিকভাবে ভারতের প্রতিবেশি রাষ্ট্রের এই তরুণীর বার্তা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে বলেই অনুমান রাজনৈতিক মহলের।
বিএনএনিউজ/এইচ.এম।