বিএনএ, পাবনা : পাবনায় অপসোনিন ফার্মার ডিপোতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ মার্চ) বিকেল চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রাথমিকভাবে আনুমানিক ছয় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় বাসিন্দা ও দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, ‘পাবনা শহরের আতাইকুলা রোডের শালগাড়িয়া এলাকায় অবস্থিত অপসোনিন ফার্মার ডিপোতে বিকেল চারটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর ৫টি ইউনিট এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’
অপসোনিন ফার্মা পাবনার ডিপো ইনচার্জ সৈয়দ আবু ওয়াহিদ জানান, ‘বিকেল চারটার দিকে হঠাৎ করেই আগুন লাগে। আমরা তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপক সিলিন্ডার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। এছাড়া ফায়ার সার্ভিস ও পুলিশকে জানাই। অপসোনিন ফার্মা, অপসো স্যালাইন ও অপসোনিন এগ্রোর মালামাল এ ডিপোতে মজুদ ছিল। এখান থেকে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ ও বগুড়ায় ঔষধ সামগ্রী বিপণন করা হয়। প্রাথমিকভাবে আমরা ৬ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছি।‘
পাবনা দমকল বাহিনীর সহকারি পরিচালক মো. দুলাল মিয়া জানান, ‘আমরা খবর পাবার পর ঘটনাস্থলে গিয়ে পাবনা ও আটঘরিয়ার মোট পাঁচটি ইউনিট মিলে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ভেতরে দাহ্য কোনো পদার্থ থাকতে পারে। অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ অনুসন্ধান করা হচ্ছে।’
বিএনএনিউজ/এইচ.এম।