31 C
আবহাওয়া
৭:০২ অপরাহ্ণ - মে ৩১, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় আরও ১৩০ ফিলিস্তিনি নিহত

গাজায় আরও ১৩০ ফিলিস্তিনি নিহত


বিএনএ ডেস্ক :  অবরুদ্ধ গাজায়  ইসরায়েলি  হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ২৭ হাজার ৮৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা অন্তত ৬৭ হাজার ৩১৭ জন।

হামাসের শর্ত মেনে গাজায় যুদ্ধবিরতি করা হবে না বলে দখলদার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেওয়ার পর এই হামলা হলো। নেতানিয়াহু ঐ শহরে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। রাফা শহরে লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

এদিকে, হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড পশ্চিম গাজা সিটিতে ইসরাইলের মেরকাভা ট্যাঙ্কে আঘাত হেনেছে। ইয়াসিন-১০৫ রকেটের সাহায্যে ট্যাঙ্কটিতে হামলা করা হয়। সেখানে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষও হয়েছে। সংঘর্ষে বহু ইসরাইলি সেনা হতাহত হয়েছে।

বিএনএ/ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ