17 C
আবহাওয়া
৭:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » উখিয়া সীমান্তে অজ্ঞাত মরদেহ

উখিয়া সীমান্তে অজ্ঞাত মরদেহ


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার থাইংখালীর রহমতের বিল এলাকায় মিয়ানমার – বাংলাদেশ সীমান্তে অজ্ঞাত এক মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হোসেন।

তিনি বলেন, কিছুক্ষণ আগে বিজিবির পক্ষ থেকে খবর দেয়া হয় যে, সীমান্ত এলাকায় একটি মরদেহ পাওয়া গেছে। তবে ঘটনাটি সীমান্ত এলাকায়, তার উপর রাত হওয়ায় বিজিবি সকালে গিয়ে মরদেহ উদ্ধার করার পরামর্শ দিয়েছেন।

স্থানীয়রা জানান, গত বুধবার ও আজ বৃহস্পতিবার সীমান্ত এলাকায় থেমে থেমে গোলাগুলি অব্যাহত ছিল। বৃহস্পতিবার সকালের দিকে বেশ কয়েকবার গোলাগুলির বিকট শব্দ শোনা যায়।

এর আগে গেল মঙ্গলবার এই পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৩৭ সদস্য। তবে সেখানে ২ নারী এবং ২ শিশুও ছিল। সেদিন গোলাগুলিতে উত্তপ্ত ছিল সীমান্ত এলাকাটি।

বিএনএ/এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ