19 C
আবহাওয়া
১:৫০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমার ৯৬ মিলিয়ন ডলারের ফল রপ্তানী করেছে চীনে

মিয়ানমার ৯৬ মিলিয়ন ডলারের ফল রপ্তানী করেছে চীনে

মিয়ানমার ৯৬ মিলিয়ন মার্কিন ডলারের ফল রপ্তানী করেছে চীনে

বিশ্ব ডেস্ক: মিয়ানমারের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি অর্থবছরের(২০২৩-২০২৪) গত নয় মাসে মিয়ানমারের ফল রপ্তানির মূল্য ৯৬ দশমিক ০৬৯ মিলিয়ন মার্কিন ডলার।

দি গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার পত্রিকাটি বৃহস্পতিবার(৮ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানায়, মিয়ানমার এপ্রিল-ডিসেম্বর সময়কালে সমুদ্র বাণিজ্য এবং সীমান্ত চ্যানেলের মাধ্যমে বিদেশী বাণিজ্য অংশীদারদের কাছে তরমুজ, কস্তুরি, আভাকাডো, আম(watermelon, muskmelon, avocado, mango) এবং অন্যান্য ফল সরবরাহ করেছে।

মিয়ানমারের ফল প্রাথমিকভাবে প্রতিবেশী দেশ বিশেষ করে চীনে পাঠানো হয়। রপ্তানির জন্য মনোনীত ২৫ ধরনের ফল রয়েছে।

মিয়ানমারের মিউজ, লুয়েজে, চিনশওয়েহাও, কাম্পাইটি এবং কেংতুং সীমান্ত দিয়ে চীনের সাথে সীমান্ত বাণিজ্য পরিচালনা করে থাকে। মিয়ানমারের ব্যবসায়ীরা বর্তমানে মোংলা সীমান্তের দিকে ঝুঁকছে কারণ ওইসব সীমান্ত ক্রসিং হয়ে দুদেশের বাণিজ্য আপাতত স্থগিত রয়েছে।

নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসতে না দিয়ে সামরিক আইন ও জরুরি অবস্থা জারি করা জান্তা সরকারের তিন বছর পূর্তি হয়েছে ১ ফেব্রুয়ারি ২০২৪।

গত ২বছর ধরে দেশটিতে সরকারি বাহিনীর সাথে বিদ্রোহী সশস্ত্র গোষ্টি, বিরোধীদলের মধ্যে তুমুল লড়াই চলছে।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ