বিএনএ, বিশ্বডেস্ক : এআই চ্যাটবট চ্যাটজিপিটিকে টেক্কা দিতে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল বার্ড নামে নতুন চ্যাটবট এনেছে। কিন্তু গুগলের নতুন এই চ্যাটবট শুরুতেই বড় ধরনের ধাক্কার শিকার হয়েছে। এক ভুল উত্তরে গুগলের গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ১০০ বিলিয়ন ডলার হারিয়েছে।
খবরে বলা হচ্ছে, বার্ডের প্রচারণা চালাতে একটি বিজ্ঞাপন বানায় গুগল। গত সোমবার এটি টুইটারে প্রকাশ করা হয়।
বিজ্ঞাপনে দেখা যায়, বার্ডকে বলা হচ্ছে, নাসার জেমস ওয়েব টেলিস্কোপ সম্পর্কে কিছু তথ্য দিতে। যেগুলো ৯ বছরের এক বালককে বলা যাবে।
এই প্রশ্নের জবাবে বার্ড উত্তর দেয়, জেসম ওয়েব হলো প্রথম টেলিস্কোপ যেটি পৃথিবীর সৌরমণ্ডলের বাইরের কোনো গ্রহের ছুবি তুলেছে। অথচ ২০০৪ সালেই ইউরোপিয়ান ভেরি লার্জ টেলিস্কোপ (ইভিএলটি) সৌরমণ্ডলের বাইরের গ্রহের ছবি তুলেছিল।
ছোট এ ভুলটি চোখ এড়ায়নি জ্যেতির্বিজ্ঞানীদের। তারা টুইটে বিষয়টি তুলে ধরেন।
এই ঘটনার প্রতিক্রিয়ায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারের মূল্য ঊর্ধ্বে ৯ শতাংশ পর্যন্ত পড়ে যায়। কোম্পানিটির ব্র্যান্ড ভেল্যু ১০০ বিলিয়ন ডলার কমে গেছে বলে জানিয়েছে বিবিসি।
বিএনএনিউজ/এইচ.এম।