চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় সহিংসতা সৃষ্ঠিকারী, ১৪ মামলার আসামি মোঃ জামাল উদ্দিন (৫০)কে অস্ত্র ও নারী সহযোগীসহ আটক করেছে র্যাব-৭ সদস্যরা।
র্যাব জানায়, মঙ্গলবার(৮ ফেব্রুয়ারি )গভীর রাতে সাতকানিয়া থানাধীন খাগরিয়ার মোহাম্মদ খালীগ্রাম থেকে জামাল উদ্দিন (৫০), পিতা-মৃত সোনা মিয়া, সাং-খাঘরিয়া মোহাম্মদ খালী, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর দেখানো ও শনাক্ত মতে আসামীর নিজের বসত ঘরের ভিতর হতে একটি ওয়ানশুটারগান, ৩ রাউন্ড গুলি এবং ১৩ রাউন্ড খালী খোসা উদ্ধার করা হয়।
এছাড়া একইদিন রাতে নির্বাচনে সহিংসতায় মোঃ জামাল উদ্দিন কে সহায়তা করার জন্য ইয়াছমিন আক্তার (৩২), স্বামী-মোঃ ইসমাইল, পিতা-মৃত আবুল বক্কর এবং মোঃ লোকমান (৩২), পিতা-মৃত সরুমিয়া, উভয়ে সাং-খাগরিয়া মোহাম্মদ খালী, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে খাগরিয়ার মোহাম্মদ খালীগ্রাম এলাকা হতে আটক করা হয়।
আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা গত ৭ ফেব্রুয়ারি সাতকানিয়া ইউপি নির্বাচনের সহিংসতার সাথে জড়িত ছিল। এছাড়াও আসামী মোঃ জামাল উদ্দিন (৫০) চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের কার্যক্রম করে আসছে এবং উল্লেখিত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় ১৪ টির অধিক মামলা রয়েছে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিএনএ নিউজ২৪,জিএন