বিএনএ, ফেনী : ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার ২৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ বুধবার ( ৯ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করেছেন। ওইদিন বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মঞ্জুরুল ইসলাম, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল হায়াত।
শপথ গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করেন সদর উপজেলার চেয়ারম্যানদের পক্ষে পাঁচগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, দাগনভূঞার চেয়ারম্যানদের পক্ষে মাতুভূঞা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লা আল-মামুন ও সোনাগাজীর চেয়ারম্যানদের পক্ষে সদর ইউনিয়নের চেয়ারম্যান উম্মে রুমা।
এর আগে শপথ গ্রহণ করেন ফেনী সদর উপজেলার করিম উল্যাহ বিকম (ছনুয়া), মো. মজিবুল হক রিপন (ফাজিলপুর), মাহবুবুল হক লিটন (পাঁচগাছিয়া), কাজী বুলবুল আহমেদ সোহাগ (কাজিরবাগ), দেলোয়ার হোসেন ডালিম (কালীদহ), হারুন অর রশিদ (মোটবী), মোজাম্মেল হক বাহার (বালিগাঁও), আনোয়ার আহমেদ মুন্সি (ধলিয়া), মোশারফ উদ্দিন নাসিম (লেমুয়া), মোশারফ হোসেন টিপু (ফরহাদ নগর) ও মো. জানে আলম ভূঁঞা (শর্শদী)।
দাগনভূঞা উপজেলার যাঁরা শপথ নিয়েছেন তাঁরা হলেন- মো. নুর নবী (সিন্দুরপুর), মামুনুর রশিদ মিলন (জায়লস্কর), মাসুদ রায়হান (পূর্ব চন্দ্রপুর), আবুল ফোরকান বুলবুল (ইয়াকুব পুর), আবদুল্লা আল-মামুন (মাতুভূঞা)। সোনাগাজী উপজেলার যাঁরা শপথ নিয়েছেন তাঁরা হলেন- আজিজুল হক হিরন (আমিরাবাদ ইউনিয়ন), মো. রবিউজ্জমান (মতিগঞ্জ), জহিরুল আলম (নবাবপুর), উম্মে রুমা (সোনাগাজী সদর), আলা উদ্দিন বাবুল (বগাদানা), মো. মোশারফ হোসেন (চর চান্দিয়া), মোশারফ হোসেন (মঙ্গলকান্দি), নুরুল ইসলাম (চরদরবেশ) ও এম এ হোসেন (চর মজলিশপুর)।
অনুষ্ঠানে জেলা প্রশাসক তার বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যানদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানের আহবান জানান।
বিএনএনিউজ২৪.কম/নিজাম/এনএএম