16 C
আবহাওয়া
৬:০৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ঝিনাইদহে স্কুল ভবন থেকে মরদেহ উদ্ধার

ঝিনাইদহে স্কুল ভবন থেকে মরদেহ উদ্ধার

ঝিনাইদহে স্কুল ভবন থেকে মরদেহ উদ্ধার

বিএনএ ঝিনাইদহ: ঝিনাইদহে স্কুল ভবনে আবারো অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিঁড়ির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গত ৬ ফেব্রয়ারি সদর উপজেলার তেঁতুলতলা এমকে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে ইলিয়াস পাটোয়ারি নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। তিন দিনের ব্যবধানে একই এলাকার দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দা থেকে মরদেহ উদ্ধারের ঘটনা নিয়ে এলঅকাবাসি শংকিত হয়ে পড়েছে।

লাউদিয়া গ্রামের তৈয়ব আলী জানান, স্কুলমাঠে বাচ্চারা খেলা করছিল। এমন সময় পঁচা দুর্গন্ধ পায় তারা। দুর্গন্ধ কোথা থেকে আসছে উৎস খোঁজ করতে গিয়ে স্কুলের সিঁড়ির নিচে দেখতে পায় কম্বল প্যাচানো অবস্থায় কিছু একটা পড়ে আছে। কম্বলটা রক্তমাখা দেখে পুলিশে খবর দেওয়া হয়।

স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমীন জানান, মরদেহটি বিবস্ত্র অবস্থায় কম্বল দিয়ে প্যাঁচানো ছিল।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলিত মরদেহটি উদ্ধার করেছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

তিনি আরো জানান, দুদিন আগেও তেঁতুলতলার এম কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। সেই মৃতদেহটিও কম্বলে প্যাঁচানো ছিল।

বিএনএনিউজ/আতিক/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ