28 C
আবহাওয়া
৫:৫০ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » খুলশীর বাস্কেট সুপারশপকে আড়াই লক্ষ টাকা জরিমানা

খুলশীর বাস্কেট সুপারশপকে আড়াই লক্ষ টাকা জরিমানা

বাস্কেট সুপারশপ

বিভিন্ন অভিযোগে খুলশীস্থ বাস্কেট সুপারশপকে ২লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত।একই সাথে ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে নন্দনকাননস্থ ৬ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১২হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার(৯ফেব্রুয়ারি) সকালে পৃথকভাবে এসব ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

চসিক সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মাংস প্রসেস করা, কর্মচারিদের স্বাস্থ্যসনদ না থাকা, কোভিড-১৯ ভাইরাসের টিকা সনদ প্রদর্শনে ব্যর্থ, স্থানীয় ভাবে প্রস্তুতকৃত নিন্মমানের খাদ্যপণ্য বিক্রয় ও নির্দেশনা সত্ত্বেও প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলায় না লিখায় এই জরিমানা করা হয়।

একই দিন অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে রাস্তা ও ফুটপাতে মালামাল রেখে  জনদুর্ভোগ সৃষ্টির দায়ে নন্দনকাননস্থ ৬ব্যবসা প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১২হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগনকে সহায়তা প্রদান করেন।

বিএনএ নিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ