31 C
আবহাওয়া
৭:০৩ অপরাহ্ণ - মে ৩১, ২০২৪
Bnanews24.com
Home » বিপিএল : ঢাকার বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত খুলনার

বিপিএল : ঢাকার বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত খুলনার

আজ মাঠে গড়াচ্ছে বিপিএলের অষ্টম আসর

বিএনএ, স্পোর্টস ডেস্ক : বিপিএলের অষ্টম আসরের ২৫তম ম্যাচে মুখোমুখি হয়েছে মিনিস্টার ঢাকা ও খুলনা টাইগার্স। বুধবার (৯ ফেব্রুয়ারি) সিলেট সকালে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।

তবে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে খুলনা। মাত্র ১২ রান তুলতেই টপ অর্ডারের চার উইকেট হারায় তারা। পরে সিকান্দার রাজার অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে খুলনা টাইগার্সের সংগ্রহ দাঁড়ায় ১২৯ রানে।

ঢাকার হয়ে দুটি করে উইকেট নেন আরাফাত সানি এবং আজমাতুল্লাহ ওমারজাই। একটি করে উইকেট নেন রুবেল হোসেন, ফজলহক ফারুকি এবং কায়েস আহমেদ।

১৩০ রানের লক্ষে ব্যাট করছে ঢাকা।

মিনিস্টার ঢাকা একাদশ

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, জহুরুল ইসলাম, শুভাগত হোম, আরাফাত সানি, রুবেল হোসেন, ইমরানউজ্জামান, শামসুর রহমান শুভ, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি ও কাইস আহমেদ।

খুলনা টাইগার্স একাদশ

মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, ইয়াসির আলী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, রুয়েল মিয়া, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী অনিক, সৌম্য সরকার, নাবিল সামাদ, সিকান্দার রাজা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ