বিএনএ, চট্টগ্রাম : গণটিকা কর্মসূচির তৃতীয় দিন মঙ্গলবার চট্টগ্রামে ছয় হাজার ৫৯ জন করোনার টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ চার হাজার ৪৪৮ জন এবং নারী এক হাজার ৬১১ জন। এ পর্যন্ত টিকা নিতে চট্টগ্রামে নিবন্ধন করেছেন ৪৯ হাজার ৯৩১ জন।
করোনার টিকা নিতে মানুষের মাঝে আগ্রহ বেড়েছে উল্লেখ করে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, গত তিনদিনেও টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় মানুষের মধ্যে টিকা নেয়ার আগ্রহ বেড়েছে। এখন পর্যন্ত সিটি করপোরেশন এলাকার ১০টি কেন্দ্রে টিকা কার্যক্রম চলছে। সবগুলো কেন্দ্রে টিকা প্রদান শুরু হলে টিকাগ্রহীতার সংখ্যা আরও বাড়বে।’
তিনি বলেন, ১৪ উপজেলার পাশাপাশি বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডি ও সাতকানিয়ার বিজিবি হাসপাতালেও টিকা দেয়া হচ্ছে।
রোববার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে টিকাদানের মধ্য দিয়ে চট্টগ্রামে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। গণটিকা দেয়ার প্রথমদিন টিকা নিয়েছিলেন এক হাজার ৯০ জন। এর মধ্যে মহানগরে ৪২৩ জন এবং ১৪টি উপজেলায় ৬৬৭ জন টিকা নিয়েছিলেন। সোমবার দ্বিতীয় দিন দুই হাজার ৬৭৮ জন টিকা নিয়েছিলেন। এর মধ্যে পুরুষ এক হাজার ২২৭ জন এবং নারী ২৪১ জন।
বিএনএনিউজ/ এইচ.এম।