20 C
আবহাওয়া
১১:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ২৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি ধরা

চট্টগ্রামে ২৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি ধরা

চট্টগ্রামে ২৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি ধরা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ২৬ হাজার ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সীতাকুন্ড থানাধীন বাড়বকুন্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময়  জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক।  গ্রেফতারকৃতরা হলো-মাসুদ শেখ ( ২৭) ও ফরিদ মোল্লা (১৯)।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুন্ড এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৬ হাজার ইয়াবা বড়ি। মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-১৩৩৯) জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা এবং জব্দকৃত ট্রাকের অনুমানিক মূল্য ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।

তাদের সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়।

বিএনএ/আমিন

Loading


শিরোনাম বিএনএ